অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাতে: সেনাপ্রধান
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ সরকারের উপদেষ্টা ১৫ জন হবেন বলেও জানান তিনি। তবে তা কম-বেশি হওয়ার কথাও তুলে ধরেন তিনি।
বুধবার বিকাল পৌনে ৬টার দিকে সেনাসদরে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, সময় কম হলেও বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য চেষ্টা চলছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন সেনাপ্রধান। এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছুক্ষণ আগে ড. ইউনুসের সঙ্গে আমার কথা হল। ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগল। আমার কাছে মনে হয়েছে এই কাজটা করার জন্য উনি অত্যন্ত আগ্রহী।
”আমি নিশ্চিত উনি আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব।”
বর্তমানে ফ্রান্সের প্যারিসে অবস্থানরত মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে দেশে আসবেন তুলে ধরে তিনি বলেন, “আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা (করব)। আমরা সবাই তাকে সহযোগিতা করলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এ কাজ সমাধা করতে সক্ষম হবেন।”
বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভবনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা হয়ত রাত রাত ৮টায় করতে পারি। হয়ত ৪০০ জনের উপস্থিতি এখানে থাকবে।”
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে মুহাম্মদ ইউনূসকে নির্বাচন করার কথাও তুলে ধরেন তিনি।
প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন এ সরকার। এটির হাল ধরতে যাওয়া অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের প্যারিসে রয়েছেন।
দুবাই থেকে ফ্লাই এমিরেটসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান শিগগির লুটতরাজ বন্ধ হয়ে দেশের পরিস্থিতি অবাধ ও সহজ অবস্থায় ফেরত আসার আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সেনা, বিমান ও নৌবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। সবাই মিলে সাহায্য করবে। বাংলাদেশ সক্ষম হবে ঘুরে দাঁড়াতে।
”তিন বাহিনী জনগণের সাথে আছে। সুন্দর ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আশা করছি।”
সেনাপ্রধান গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “একটি চমৎকার পরিবেশে আমরা কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী নিয়ে, সেনানিবাসে বিভিন্ন কাজ হচ্ছে বলে গুজব রটনা হচ্ছে। এসবে আপনারা কান দেবেন না।
”এগুলো ছড়ানো থেকে আপনারা নিবৃত্ত থাকবেন। নিশ্চিত না হয়ে এসব খবর দেবেন না।”
পুলিশের মনোবলও ফেরত পাবার আশা প্রকাশ করে তিনি বলেন, পেশাদার ফোর্স হিসেবে তারা দ্রুত কাজ করতে সক্ষম হবে।
সূত্র: বিডিনিউজ২৪