আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী – বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি
নিজস্ব প্রকিবেদক :
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের পতাকা তলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে। এ দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সবাই বাঙ্গালী এক সাথে রক্ত দিয়েছে। সেটা ভুলবোঝাবুঝির কোন অবকাশ নাই।
(২১নভেম্বর)রোববার সরকারি এক সফরে নিজ সংসদীয় বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে রংপুরের কাউনিয়া উপজেলা সদরে গোপালগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দূর্গা উৎসব ও কালীপুজা পরবর্তী পুনঃমিলনী মতবিনিময় সভা দূর্গা উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক শ্রী পরেশ চক্রবতীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ হান্নান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান আনছার আলী, পূনঃ মিলনী উদ্যাপন কমিটির সদস্য সচীব শ্রী জগদীশ চন্দ্র সিংহ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সভাপতি প্রভাষক প্রকাশ চন্দ্র বর্মন, বিপ্লব কুমার গোস্বামীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
তিনি বলেন, এলাকার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে চলেছে, সেই উন্নয়ন ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে। তিস্তা নদী খনন প্রকল্পে সাড়ে ৮হাজার কোটির বাজেট করা হয়েছে খুব শীর্ঘেই কাজ শুরু করা হবে।