বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

আফগানিস্তানে স্কুলে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে নয় শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার উত্তরপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে এ ঘটনা ঘটেছে।

তাখার পুলিশের মুখপাত্র খলিল আসির রয়টার্সকে বলেন, “এলাকাটি তালেবানের নিয়ন্ত্রণে। তালেবানের নিয়ন্ত্রণ মুক্ত করতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার পর তালেবান এলাকাটিতে এ্যান্টি-পার্সোনাল মাইন পুতে রাখে।

“দুর্ভাগ্যবশত আজ ওইসব মাইনের মধ্যে একটির বিস্ফোরণ ঘটে প্রাথমিক বিদ্যালয়ের নয় শিক্ষার্থী নিহত হয়।”

ওই শিশুদের বয়স নয় থেকে ১২ বছরের মধ্যে এবং এদের মধ্যে আসিরের বর্ণনানুযায়ী ‘তালেবান পরিবারের’ চার শিশুও রয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে তালেবানের কোনো মুখপাত্রকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

আফগানিস্তানের জঙ্গি এ বিদ্রোহী গোষ্ঠীটি দেশ থেকে বিদেশি সেনাদের তাড়ানো ও যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে পরাজিত করার লক্ষ্যে লড়াই করছে।

যুক্তরাষ্ট্র ও তালেবান বিদ্রোহীরা একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা সত্ত্বেও চলতি বছর বেসামরিক মৃত্যু রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রেকর্ড ৪,৩১৩ বেসামরিক হতাহত হয়েছেন; এই সংখ্যাটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি বলে জানিয়েছে আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘ মিশন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।