আমেরিকায় আজীবন সম্মাননা পেলেন মৌসুমী
কয়েকদিন আগে স্বামী ওমর সানীকে নিয়ে আমেরিকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গেছেন চিত্রনায়িকা মৌসুমী।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার পর এবার সেখানকার আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব কর্তৃক আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এ অভিনেত্রী। ১৬ জুন সংগঠনটি মৌসুমীকে এ সম্মাননা প্রদান করে।
কার্যকরী কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সম্মাননা তুলে দেন ক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাবেক সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। এ সময় নায়ক ওমর সানী, ক্লাবের সহ-সভাপতি বেলাল আহমেদ, কলামিস্ট আবু জাফর মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়ার পাশাপাশি মৌসুমীকে ক্লাবের সম্মানিত সদস্য পদও প্রদান করা হয়।
এ প্রসঙ্গে আমেরিকা থেকে মুঠোফোনে মৌসুমী জানান, ‘দেশের বাইরে আমি সম্মাননা পেয়ে সত্যিই অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। প্রেস ক্লাবের এ সম্মাননা আমার সফলতার পালকে একটি উজ্জ্বল সংযোজন। আজ আমার নতুন পরিচয় আমি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সম্মানিত সদস্য যা আমার জন্য অত্যন্ত গৌরবের।’
আগামী ২২ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এদিকে গেল ঈদে মৌসুমী অভিনীত ‘নোলক’ নামে একটি ছবি মুক্তি পায়। এছাড়া টিভিতে রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।