বুধ. সেপ্টে. 11th, 2024

উপজেলা প্রেসক্লাব কাউনিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধিঃ ‘বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের অঙ্গিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রেসক্লাব কাউনিয়ার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধায় উপজেলা প্রেসক্লাব কাউনিয়ার কার্যালয়ে ক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়ের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান মিজান, কফিল উদ্দিন কানন, জসিম সরকার, আশরাফুল হাবিব তুষার, জুলহাস হোসেন সোহাগ, আসাদুজ্জামান আসাদ, মোকছেদ আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আগামী ১০ মার্চ ২০২০ তারিখে উপজেলা প্রেসক্লাব কাউনিয়ার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২য় বর্ষে পদার্পণে উৎসব মূখোর পরিবেশে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।