এই দুঃসময়ে অনিয়ম হলে আমি কিন্তু ছাড়বো না: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো অভিযোগ বা কোনো অনিয়ম যদি পাই সে যেই হোক না কেন আমি কিন্তু তাকে ছাড়বো না। কাজেই সেভাবে সবাই ঠিক থাকবেন। আগেই সর্তক করলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘… আর এই জায়গাটাতে (করোনা পরিস্থিতি মোকাবেলা) যেন কোনো রকম দুর্নীতি, অনিয়ম না হয়। কোনো রকম এই ধরনের দুর্নীতি-অনিয়ম হলে সেখানে কিন্তু এতটুকু ছাড় দেওয়া হবে না।’
‘কারণ মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কেউ অর্থশালী-সম্পদশালী হয়ে যাবেন এটা কিন্তু আমরা কখনো বরদাশত করবো না। সে বিষয়ে সবাই সচেতন থাকবেন। আমি আগেই সর্তক করে দিচ্ছি।’
তিনি বলেন, ‘কোনো অভিযোগ বা কোনো অনিয়ম যদি পাই সে যেই হোক না কেন আমি কিন্তু তাকে ছাড়বো না। কাজেই সেভাবে সবাই ঠিক থাকবেন।’
আইন-শৃঙ্খলা রক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলার বিষয়ে সচেতন থাকতে হবে। সেখানে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ সাধারণ কার্যক্রম আমরা অব্যহত রাখবো কিন্তু আইন শৃঙ্খলা যেন নিয়ন্ত্রণে থাকে।’
‘এই দুঃসময়ে সুযোগ নিয়ে কেউ যেন কোন অপকর্ম করতে না পারে। আর করোনা সম্পর্কিত কার্যইক্রমও অব্যহত থাকবে। সেদিকে সবাইকে বিশেষ ভাবে নজর দিতে হবে,’ যোগ করেন তিনি।