বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

করোনা ভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। মিরপুর সরকারি হোমিওপ্যাথি কলেজ হাসপাতাল, টয়েনবি সার্কুলার রোডস্থ বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের জেলা-উপজেলায় অবস্থিত সরকারি-বেসরকারি হোমিওপ্যাথি কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগিদের চিকিৎসার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড -এর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- উল্লেখিত মেডিকেল কলেজ হাসপাতালসমূহে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কর্মরত ডাক্তারগণ চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

কারো শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ যেমন- জ্বর, গলা ব্যাথা, শরীর ব্যাথা, হাঁচি, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমিসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে হাসপাতালে দ্রুত চিকিৎসা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- উল্লেখিত লক্ষণসমূহ কারো শরীরে দেখা দিলে হোমিওপ্যাথি কলেজ হাসপাতালে বাইরে ব্যক্তিগত পর্যায়ের রেজিস্টার্ড হোমিও চিকিৎসকগণের থেকেও চিকিৎসা গ্রহণ করা যেতে পারে।

এছাড়াও হোমিওপ্যাথি বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস প্রতিরোধে নিম্নোক্ত নিয়মসমূহ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
১। কুসুম গরম পানি পান করুন এবং গরম পানি দিয়ে গড়গড়া করুন।
২। নিয়মিত শরীরের তাপমাত্রা মাপুন।
৩। মাস্ক পড়ুন, ঘনঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করুন।
৪। হাত দিয়ে নাক, চোখ, মুখ স্পর্শ করবেন না।
৫। যারযার অবস্থান থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মক সহায়তা করুন।
৬। জ্বর, গলা ব্যাথা, শরীর ব্যাথা, হাঁচি, কাশি, সর্দি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন।
৭। শ্বাসকষ্ট হলে কিংবা জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং নিকটস্থ সরকারি হাসপাতালে যোগযোগ করুন।
৮। স্বাস্থ্য বিধি মেনে চলুন এবং জনসমাগম এড়িয়ে চলুন।