মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়ায় আমরা “৯৫” ফাউন্ডেশনের আনন্দঘন উৎসবমূখর পরিবেশে ঈদ পুনমির্লনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

আমরা আছি আমরা থাকব – বন্ধুত্বের দাবি নিয়ে পাশে দাঁড়াব এ লক্ষ্য নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রংপুরের কাউনিয়ায় “৯৫” ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গত(৩০জুন)শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে আমরা “৯৫” ফাউন্ডেশনের আয়োজন মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে সংবর্ধনা ও ঈদ পুনমিলনী অনুষ্ঠান“৯৫” ফাউন্ডেশনের সভাপতি মমিনুল ইসলাম চঞ্চল এর সভাপতিত্বে ও উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আফজাল হোসেন আপেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, অবসর প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহেন্দ্র চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক আইয়ুব আলী, আমরা“৯৫” ফাউন্ডেশনের সহ-সভাপতি নিয়াজ মো : নেয়ামুল কবির, সাধারণ সম্পাদক উৎপল কুমার সরকার, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মায়া, রুমা, মোঃ ফরহাদ হোসেন সাকিল, মো: ইউসুফ আলী, নিতাই রায়, আব্দুর জলিল, জুলহাস হোসেন সোহাগ, আনোয়ার হোসেন, পীজুষ চন্দ্র বর্মন, মকবুল হোসেন, জহুরুল ইসলাম, ফেরদৌস সরকারসহ “৯৫” ফাউন্ডেশনের পরিবারবর্গ।

বিকালে মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের এস.এস.সি ব্যাচ বনাম ১৯৯৬ সালের এস.এস.সি ব্যাচের সাথে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা উদ্বোধন করেন ইউপি চেয়াম্যান আনছার আলী। খেলায় ১৯৯৫ সালের এস.এস.সি ব্যাচকে ১-০ গোলে পরাজিত করে ১৯৯৬ সালের এস.এস.সি ব্যাচ। খেলা শেষে বিজয়ী দলকে গাছের চারা পুরুস্কার দেন পুমাক এবং উভয় দলের খেলোয়ারদেরকে মেডেল দেওয়া হয়। শেষে আনন্দ-উচ্ছ্বাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আমরা “৯৫” ফাউন্ডেশনের নের্তৃবৃন্দের সাথে কথা বলে জানাযায়, আমরা আছি আমরা থাকব – বন্ধুত্বের দাবি নিয়ে পাশে দাঁড়াব। এ লক্ষ্য নিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের এস.এস.সি ব্যাচের বন্ধু- বান্ধবীদের নিয়ে আমরা “৯৫” ফাউন্ডেশনের পথ চলা। যেন এক বন্ধু আরেক বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারি এ লক্ষ্য নিয়েই ফাউন্ডেশন গঠন হয়েছে। “৯৫” ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা। সে কারণে এবার ঈদের আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘ দিন পর আপনজন ও প্রিয় বন্ধু- বান্ধবী ও তাদের পরিবারদের খুঁজে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে সবাই অফুরান প্রাণশক্তি ফিরে পায়। মনে হয় এ যেন মিলন ও ঐক্যমন্ত্রের বর্হিপ্রকাশ। যা চিরকাল বন্ধুত্বের বাধন অমর হয়ে থাকবে।