কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
কাউনিয়া (রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক আতাউরের ক্ষমতা অপব্যবহার, উদ্দেশ্যপ্রনোদিত মিথ্যা অপপ্রচারসহ হয়রানি মুলক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী।
গত (১২ মে) সোমবার দুপুরে সাব্দী দারুসছুন্নাহ আলিম মাদ্রাসা হল রুমে সাংবাদিক সম্মেলনে এলাকার বাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন , আমরা রংপুরের কাউনিয়া উপজেলা শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের শান্তি প্রিয় স্থানীয় বাসিন্দা এই গ্রামসহ আশপাশ গ্রামে বাসবাসকারী লোক জনের মধ্যে সৌহদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু স্থানীয় আরিফা ফুড প্রডাক্টের ব্যবস্থাপনা পরিচালক একজন আওয়ামীলীগের দালাল এবং ক্যাডার বাহিনির মদতদাতা ও মামলাবাজ ব্যক্তি। সম্প্রতি সরকার পতনের পর বর্তমান দেশের অস্থিতিশীলতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানার জন্য পায়তারা করছে। মামলাবাজ আতাউর রহমান ক্ষমতার দাপটে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অপপ্রচারসহ হয়রানি মুলক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে শান্তি প্রিয় লোকজনদের হয়রানি করে আসছে। মামলাবাজ আতাউর ইতোপূর্বে ক্ষমতার অপব্যবহার করে ২০২১ সালে এলাকার নিরহ ছাত্র জনতার ১০ জনের নামে মামলা দায়ের করে। এছাড়া তার প্রতিষ্ঠানে শ্রমিকের নিয়ম অনুযায়ী বেতন প্রদান না করে অমানবিক নির্যাতন করে। এমনকি ক্ষমতার দাপটে তার প্রতিষ্ঠান অনুমোদন বিহীন শিশু খাদ্য তৈরী করে বাজার জাত করে। ভেজাল শিশু খাদ্য খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ার প্রতিবাদ করলে তার ক্যাডার বাহিনিকে ব্যবহার করে হুমকি ধামকি প্রদান করে মামলার ভয় ভিতি দেখায়।
সম্প্রতি মামলাবাজ আতাউর রহমান সরকার পতনের পর গত শনিবার আবারও এলাকার সাধারণ মানুষকে হেনস্থা করার পায়তারা করে নিজেই তার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন অডিও অপপ্রচার করে আবারও এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। এছাড়াও কিছু দিন আগে তার প্রতিষ্ঠান সংলগ্ন সাব্দী দারুসছুন্নাহ আলিম মাদ্রাসার জমিসহ স্থানীয় জমি আওয়ামীলীগের ক্যাডার বাহিনি দিয়ে জবর দখলের চেষ্টা করিলে এলাকায় সুধি ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ করিলে তাদেরকেও মামলার ভয় ভিতি দেখিয়ে হেনস্থা করে। আমরা উপস্থিত ব্যক্তি বর্গ ও এলাকার মানুষ এই মামলাবাজ আতাউরের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামিনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহবায়ক মোঃ আমজাদ হোসেন,যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম,সাব্দী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য রোস্তম আলী, রাজনৈতিক নেতা কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।