মঙ্গল. নভে. 12th, 2024

কাউনিয়ায় আলোর দিশারি পাঠাগারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলায় আলোর দিশারি পাঠাগার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১১অক্টোবর)সন্ধ্যায় উপজেলার জিন্নাহ্-চম্পা কমপ্লেক্সে হলরুমে আলোচনা সভা ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ এর সভাপতিত্বে অন্ষ্ঠুানে বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহাদত শিকদার, পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আবুু হাসান(রানা), এনএস আই এর অতিরিক্ত পরিচালক জামাল উদ্দিন, রংপুুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু সায়েম, লালমনিরহাট ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাত শিকদার শিমু, খানসামা থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বাবলু, রংপুর জজ কোর্টের এ্যাডভোকেট মোঃ সাদিকুল ইসলাম সুজন, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির তারা, সাইফুর রহমান মুক্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, সহজে এক জায়গা থেকে ভালো বই পেতে হলে পাঠাগার গড়ে তোলার বিকল্প নেই। বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। একটা জাতির জন্য জ্ঞান নির্ভর, মূল্যবোধসম্পন্ন, নৈতিক মানুষ, মানবীয় গুনাবলী সম্পন্ন মানুষ তৈরি করতে পারে পাঠাগার। পাঠাগারটিকে যদি অনেক বই দিয়ে সমৃদ্ধ করা যায় তাহলে এ এলাকা আলোকিত হবে। তাই সবাইকে পাঠাগারে এসে বই পড়ার আহবান জানান বক্তারা। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার শামীম আল মামুন সবুজ।