কাউনিয়ায় ইসলামৗ ব্যাংক এজেন্টের ক্যাম্পেইন শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :
গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় মাসব্যাপী ইসলামিক ব্যাংক এজেন্ট শাখার ক্যাম্পেইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৮সেপ্টেম্বর)বুধবার দুপুরে কাউনিয়া ইসলামিক ব্যাংক এজেন্ট শাখার আয়োজনে ক্যাম্পেইন শীর্ষক আলোচনা সভা কাউনিয়া ইসলামিক ব্যাংক এজেন্ট শাখার পরিচালক গোলাম মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচাজ এস এম শরিফ, ইসলামিক ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ আইয়ুব আলী, সাবেক সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস ছালাম, সমাজ সেবক রাশেদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় ইসলামিক ব্যাংক এজেন্ট শাখার গ্রহক সেবা সম্পর্কে ধারনা, অনলাইন সেবা প্রদানসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তরা।