মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রংপুরের কাউনিয়ায় আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭এপ্রিল) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ হান্নান, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, একেএম জাহাঙ্গীর হাসান, জমশের আলী, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম সফি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা ছাত্রলীগের, যুগ্নআহবায়ক জামিল হোসেনসহ আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতীবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তরা বলেন মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশ বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে মুজিবনগর সরকার গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। যার মধ্যদিয়ে অর্জিত হয় লাল সবুজের বাংলাদেশ। আলোচনা শেষে দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।