কাউনিয়ায় ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার উদ্বোধন
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
গত(২জুন)বুধবার দুপুরে ইউনিট ক্লাব আটানী এর আয়োজনে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ আটানী গ্রামে এ ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল হক।
উদে¦াধনী অনুষ্ঠান ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ভানুজা প্রসাদ, প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, জেলা শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাশ শীল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগী অংশ গ্রহন করেন। প্রতিযোগীতার শেষ দিন আগামী 4জুন শুক্রবার চুড়ান্তপর্ব অনুষ্ঠিত হবে।