কাউনিয়ায় ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলেফনুর, স্টাফ রিপোর্টার:
রংপুরের কাউনিয়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ(৭জুন)শুক্রবার দুপুরে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ী যুগীপাড়া গ্রামের আয়োজনে কাউয়ার কুড়ার দোলায় এ ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো মেলার ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা সদর বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনজুদার রহমান মিলন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, সমাজ সেবক ব্যবসায়ী জহুরুল হক, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম, আয়োজক কমিটির আহবায়ক রফিকুল ইসলামসহ অন্যান্য গণমান্য অতিবৃন্দ।
ঘুড়ি উড়ানো প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা অংশ গ্রহন করেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।