বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির পুষ্টি সমৃদ্ধ চাউল বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার :

রংপুরের কাউনিয়া উপজেলা খাদ্য দপ্তরের সার্বিক তত্বাবধানে উপজেলার ৬টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির পুষ্টি সমৃদ্ধ চাউল বিতরণ শুরু হয়েছে।

আজ(১৬নভেম্বর)বুধবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ ডিলার পয়েন্টে খাদ্য বান্ধব কর্মসূচির পুষ্টি সমৃদ্ধ চাউল বিতরণ শুরু করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমদ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, ডিলার মোঃ মঞ্জুম আলী প্রমূখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমদ জানান, কাউনিয়ায় চলতি মাসে ১২৭৬৪ জন উপকার ভোগী ৩০ কেজি ৩০০ গ্রাম করে পুষ্টি সমৃদ্ধ চাউল পাবে।