কাউনিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’—প্রতিপাদ্য নিয়ে কাউনিয়া উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার(৩০ সেপ্টেম্বর) সকালে কাউনিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে একটি র্যালী শেষ হয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখনে মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন। এছাড়াও কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পুষ্টি, আইনি সহায়তা, চিকিৎসা সুবিধা ও বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়। শেষে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ ও সেচ্ছাসেবী সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।