কাউনিয়া প্রতিনিধি :
রপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
আজ(৩০মে)মঙ্গলবার দুপুরে টেপামধুপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলামে’র সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন ৩ কোটি ০৫ লাখ ১২ হাজার ১শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ সচিব রনজিত চন্দ্র সরকার।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবার রহমান, ইউপি সদস্য মোঃ ইউনুছ আলী, মোঃ মশিউর রহমান, মোঃ রেজাউল ইসলাম, মোঃ আব্দুল মতিন, সমাজ সেবক আলাউদ্দিন, আশরাফ আলী, প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বাজেটে রাজস্ব ও উন্নয়নসহ সম্ভব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৫ লাখ ১২ হাজার ১শত টাকার, রাজস্ব ও উন্নয়নসহ সম্ভব্য ব্যয় ৩কোটি ২লাখ ১০হাজার ৯শত টাকা, উদ্বৃত্ত ৩ লাখ ১হাজার ২শত টাকা। এলাকাবাসী বাজেট কে স্বাগত জানিয়েছে।