কাউনিয়ায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে বিএনপি’র মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়ায় উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন কাউনিয়া উপজেলা বিএনপি।
আজ বুধবার(২অক্টোবর)দুপুরে জিন্নাহ্-চম্পা কমপ্লেক্স হলরুমে হলরুমে উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ এর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র আহবায়ক বিশিষ্ট্য শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
প্রধান অতিথি’র বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। আপনাদের পূজা উদযাপনের ক্ষেত্রে কোনো ধরনের ভয় পাবেন না। নিশ্চিন্তে ও নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। বিএনপি আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, আক্তারুজ্জামান মন্ডল, জামিনুর রহমান, উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মাহবুব আলম, মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজামাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুব নেতা নজরুল ইসলাম সজরুল, রংপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলামসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মতবিনিময় শেষে উপজেলা বিএনপি’র আহবায়ক বিশিষ্ট্য শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা নিজস্ব অর্থায়নে উপজেলার প্রত্যেকটি পূজামন্ডপের নেতৃবৃন্দের মাঝে নগত অর্থ প্রদান করেন।