কাউনিয়ায় নবাগত ইউএনও’র সাথে পরিচিতি ও মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলায় নবাগত ইউএনও’র সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ জুন) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে সাংবাদিক ও সুধিজনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক।
এ সময় বক্তব্য রাখেন, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের যুগ্নআহ্বায়ক নিতাই রায়, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক জুলহাস হোসেন,রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক জহির রায়হান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জসিম সরকার, সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক তিনি বলেন বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি আপনারা সরকারের উন্নয়ন তুলে ধরবেন। তিনি আরও বলেন বাল্য বিয়ে রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন অব্যাহত রাখতে হবে, মাদক নির্মূলে পদক্ষেপে বাড়াতে হবে, সর্বোপরি আমাদের সবাই কে সৎ ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করে হবে।