কাউনিয়ায় নব্বই দশকের ছাত্রলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কাউনিয়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ন্যায় রংপুরের কাউনিয়ায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের অরাজকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে নব্বই দশকের ছাত্রলীগ কাউনিয়া এর নেতৃবৃন্দ।
আজ(১১ফেব্রুয়ারী)শনিবার বিকালে নব্বই দশকের ছাত্রলীগ নেতৃবৃন্দ কাউনিয়া এর আয়োজনে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড় বটতলায় শান্তি সমাবেশ নব্বই দশকের ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, নব্বই দশকের ছাত্রলীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সভাপতি আব্দুল কাদের, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক দিলদার আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কাইয়ুম, হারাগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইউপি সদস্য মোজাম্মেল হক, শহীদ বাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হিরা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা তৈয়ব আলী, যুবলীগ নেতা ডালিম, মিলন, সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের নের্তৃবৃন্দ।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন আমরা নব্বই দশকের ছাত্রলীগ নেতা আমরা হাইব্রিড নেতা নই সরকারের চরম বিপর্যয়ের সময়ে সাথে ছিলাম, আছি এবং সারাদেশে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের অরাজকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিহত করার জন্যে ভবিষ্যতেও মাঠে থাকবো”।