বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার:
রংপুরের কাউনিয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।
নতুন বর্ষকে বরণ করতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের নেতৃত্ব শোভা যাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।


এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার সহ শোভা যাত্রায় যোগ দেয়। মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলা ধুলা এবং ইলিশ মাছ, পাট শাক ও শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়াসহ নানা আয়োজন করা হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মো: দিলদার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহকারী অধ্যাপক আব্দুল জলিলসহ অন্যান্য নের্তৃবৃন্দ।


পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরুস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।