কাউনিয়ায় নানা আয়োজনে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন।
স্টাফ রিপোর্টার
রংপুরের কাউনিয়ায় কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, বর্নাঢ়্য শোভাযাত্রা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত(১৯এপ্রিল)শুক্রবার বিকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে কাউনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকলীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ও হারাগাছ পৌরসভা ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মনজুদার রহমান মিলন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, হারাগাছ পৌরসভা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফিরোজ কবির, উপজেলা ছাত্রলীগের যুগ্নআহবায়ক জামিল হোসেন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি উজ্জল কুমার রায় বাদল, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, উপজেলা সেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র শীলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কৃষিতে বর্তমান সরকারের সাফল্য তুলেধরে রক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠনেতৃত্বে ও নিদের্শনায় কৃষকদের কল্যানে কাজ করে যাচ্ছে কৃষকলীগের নেতাকমীরা।