শুক্র. সেপ্টে. 13th, 2024

কাউনিয়ায় নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব এর জন্মোৎসব পালিত

স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের নলঝুড়ি শ্রী শ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমে সদ্গুরু পরিব্রাজকাচার্য স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব এর ১৪৪তম জন্মোৎসব নানা আয়োজনে উৎসব মূখর পরিবেশে পালন করছে ভক্তরা ।

গতকাল(৩১আগস্ট)বৃহস্পতিবার জন্মোৎসব উদযাপন কমিটির আয়োজনে উপজেলার কুর্শা ইউনিয়নের নলঝুড়ি শ্রী শ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমে সদ্গুরু পরিব্রাজকাচার্য শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব এর ১৪৪তম জন্মোৎসব উপলক্ষে শুভ অধিবাস, কৃত্যাদি-মঙ্গলঘট স্থাপন, পুজা আরতি, জয়গুরু মহানাম সংকীর্ত্তন, নারায়ন সেবা প্রভৃতি সৎকর্মসহ বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভা

আশ্রমের সভাপতি অমূল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, ভারত-বাংলাদেশ মৈত্রী বহুমূখী সেবা কমপ্লেক্স উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান মৃনাল কান্তি রায়, কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার, লেখক ও প্রকাশক মতিন বাঙালি, অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক অভয় চন্দ্র বর্মন, সংগীত শিল্পী ও সমাজকর্মী পল্লবী সরকার মালতি, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মঞ্জুদার রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভার পূর্বে কমপ্লেক্স ভবনের সামনে গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।


এ জগৎ অভাব-আশানীড় দিয়ে গড়া, সংযোগ-বিয়োগ, রোগ শোক বিরহ বিচ্ছেদ, এখানকার অনিবার্য নিত্য ঘটনা। সাধু-শাস্ত্র মুখে এই সত্য লাভ করে ধৈর্য্য অবলম্বনপূর্বক প্রারদ্ধ ভোগ শিক্ষা ও অভ্যাস করাই প্রত্যেক গৃহীর ধর্ম বলে জানান স্বামী নিগমনন্দের ভক্তরা।