মঙ্গল. নভে. 12th, 2024

কাউনিয়ায় নিহত আওয়ামীলীগ কর্মী সোনামিয়া’র পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষকলীগ নেতা মিলন

স্টাফ রিপোর্টার ||
রংপুরের কাউনিয়া হারাগাছ ইউনিয়নে আওয়ামীলীগের রাজনৈতিক বিরোধে সংঘর্ষে ঘটনায় নিহত আওয়ামীলীগ কর্মী সোনা মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা কৃষকলীগের সদস্য মনজুদার রহমান মিলন।
গত(০৯মে)মঙ্গলবার বিকালে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিদহ নয়াটারী গ্রামে উপজেলা কৃষকলীগের সদস্য মনজুদার রহমান মিলন নিহত আওয়ামীলীগ কর্মী সোনা মিয়ার বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান এবং তার ব্যক্তিরগত তহবিল থেতে আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা নিহত সোনা মিয়ার স্ত্রীর হাতে তুলেদেন মনজুদার রহমান মিলন।
এসময় উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন আলী বাবু, সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন, হারাগাছ পৌরসভা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফিরোজ কবির, উপজেলা কৃষক লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, যুব নেতা মাহির শাহরিয়ার তন্ময়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নিহত সোনা মিয়ার স্ত্রী বলে তার স্বামী একজন ভালো মানুষ ছিলেন তার হত্যাকারীদের বিচারের দাবি জানান । উপজেলা কৃষকলীগের সদস্য মনজুদার রহমান মিলন নিহত সোনা মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন পরিবারটি অসহার্থে রয়েছে সবাইকে নিহতের পরিবারের পাশে দারানোর আহব্বান তিনি।
উল্লেখ্য গত ২৪এপ্রিল সোমবার রাতে উপজেলার হারাগাছ ইমামগঞ্জ স্কুল ও কলেজ সামনে আওয়ামীলীগের রাজনৈতিক বিরোধে সংঘর্ষে ঘটনায় আওয়ামীলীগ কর্মী সোনা মিয়ার মারা যায়।