রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে ।
গত(০১জুলাই)সোমবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালক অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা অনুর্ধ্ব-১৭)২০২৪খেলার জাতীয় সঙ্গীত পরিবেশন করে শুভ উদ্বোধন করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রওশনারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্নসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, বালাপাড়া ইউপি সচিব আকরাম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্নসাধারণ সম্পাদক সুশান্ত সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, আয়কর আইনজীবি হুমায়ুন কবীর খান মুকুল উপজেলা ছাত্রলীগের যুগ্নআহবায়ক জামিল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদে¦াধনী খেলায় হারাগাছ পৌরসভা দলকে ০৬-০০ গোলে হারিয়ে বালাপাড়া ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। উক্ত খেলা পরিচালনা করেন সাবেক শরীর চর্চা শিক্ষক মো. সফিকুল ইসলাম সফি।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালক অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা অনুর্ধ্ব-১৭)২০২৪ খেলায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ৭টি দল পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। সকল খেলা নক-আউট পদ্ধতিতে পরিচালিত হবে।