শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
রংপুরের কাউনিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


আজ(৫জুলাই)বুধবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,(বালক অনুর্ধ্ব-১৭)২০২৩ খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক,এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর সঞ্চালনায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সদর বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, কুর্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবারক আলী, ওসি(তদন্ত)ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুশান্ত কুমার সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খেলায় কুর্শা ইউনিয়ন পরিষদকে ০-২ গোলে পরাজিত করে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, খেলায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার(বালক অনুর্ধ্ব-১৭)২০২৩ সকল খেলা নক-আউট পদ্ধতিতে পরিচালিত হয়।