কাউনিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ
স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ধান বীজ ও রাসায়নিক সার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার(২৬এপ্রিল)দুপুরে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আঙ্গুরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন সাথী, উপজেলা সমাজসেবা অফিসার মো. সামিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ কৃষক-কিষানীগণ।
কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ, ও রাসায়নিক সার দেওয়া হয়।