বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

কাউনিয়া প্রতিনিধি, রংপুর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের কাউনিয়ায় ৫৬ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে উপহার হিসেবে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হলরুমে নিজস্ব অর্থায়নে জেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম এই ঈদ উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জুলফিকার হায়দার তালুকদার, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ফুনু, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমার সহযোদ্ধাদের মাঝে সামান্য উপহার মাত্র। আমরা এই পবিত্র ঈদ সবার সঙ্গে সমানতালে উদযাপন করতে চাই।