কাউনিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
মুজিববর্ষ উপলক্ষে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১১জুন)গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনজুদার রহমান মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, সহকারি কমিশনার(ভুমি)লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুমী বেগমসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে ঘরের চাবি ও গৃহ প্রদানের সনদ, জমির দলিল প্রদান করেন অতিথিবৃন্দ।