কাউনিয়ায় মহিলা সদস্যা এর বিরুদ্ধে অশ্লীল কুরুচি পূর্ণ বক্তব্যবের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রির্পোটার :
রংপুরের কাউনিয়ায় নির্বাচিত মহিলা সদস্যা কে সদ্য নির্বাচিত রংপুর জেলাপরিষদের সদস্যের অশ্লীল কুরুচি পূর্ণ বক্তব্যবের প্রতিবাদে মানববন্ধন করেছে ২নং হারাগাছ ইউনিয়ন ও কাউনিয়া উপজেলাবাসী।
মঙ্গলবার(৮নভেম্বর)সকাল ১০টার দিকে কাউনিয়া বাসস্টান মোড় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে ২নং হারাগাছ ইউনিয়ন ও কাউনিয়া উপজেলাবাসী ব্যানারে উপজেলার ২নং হারাগাছ ইউনিয়ন পরিষদ এর ৪,৫,৬নং সংরক্ষিত ওয়ার্ড থেকে ২বারের নির্বাচিত মহিলা সদস্যা মোছা. মোর্শিদা বেগম এর বিরুদ্ধে সদ্য নির্বাচিত জেলাপরিষদের সদস্য আলতাফ হোসেনের অশ্লীল কুরুচি পূর্ণ বক্তব্যবের প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যা মোছা. মোর্শিদা বেগম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মকবুল সালাম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ২নং হারাগাছ ইউনিয়ন পরিষদ এর ৪,৫,৬নং সংরক্ষিত ওয়ার্ড থেকে ২বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যা মোছা. মোর্শিদা বেগম এর বিরুদ্ধে সদ্য নির্বাচিত রংপুর জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেনের অশ্লীল কুরুচি পূর্ণ বক্তব্যবের প্রতিবাদ ও বিচারের দাবী জানান তারা।