কাউনিয়ায় মাইকে প্রচারণা চালিয়ে মাছ উত্তোলনের অভিযোগ
স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলায় ধুমনদী বিলে মাইকে প্রচারণা চালিয়ে মাছ উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ করেছেন সুফল ভোগী সদস্যরা।
অভিযোগে জানাগেছে, বিলটি ধুমেরকুটি টেপড়ী কুড়াপার মৎস্যজীবী সমবায় সমিত লিমিটেড এর অর্থায়নে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪২৭ বাংলা সন হইতে ১৪৩২ বাংলা সন পর্যন্ত ৬ বছর মেয়াদে প্রতিবছর ৮লাখ ৯২হাজার ৫শত টাকা ব্যয়ে ৪ বছর ও ৫ম এবং ৬ষ্ঠ বছরে ১১লাখ ২৫ হাজার টাকায় লিজ নিয়ে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে আসছে। গত ০৫/০৮/২০২৪ ইং হইতে এলাকার কিছু স্বার্থন্বেষী মহল বিভিন্ন রকম উস্কানি মূলক কথাবার্তা বলে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে জোরপূর্বক বিলে মাছ ধরে আসিতেছে। মাছ ধরতে বাধা দিলে বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকেন। এ অবস্থায় গত ৩১/০৮/২০২৪ ইং তারিখে আনোয়ারুল ইসলামসহ কিছু সংখ্যক লোকজন যোগসাজসে ঐক্যবদ্ধ হয়ে মাইকে প্রচারণা চালিয়ে এলাকার লোকজনদের উক্ত বিলে মাছ মারার নির্দেশ প্রদান করে। বিলের পাহাড়াদারের নৌকা ছিনিয়ে নিয়ে সেই নৌকা দ্বারা মাছ শিকার করে প্রায় ৪০/৫০ লক্ষ টাকার মাছ উত্তোলন করা হয়। এতে সমিতির সদস্যগণ বাধা দিলে বিভিন্ন রকম হুমকি দেয়।
ধুমেরকুটি টেপড়ী কুড়ার পাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মাইদুল ইসলাম জানান, ৬ বছর মেয়াদে প্রতিবছর ৮লাখ ৯২হাজার ৫শত টাকা ব্যয়ে ৪ বছর ও ৫ম এবং ৬ষ্ঠ বছরে ১১লাখ ২৫ হাজার টাকায় লিজ নিয়ে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে আসছি। কিছু স্বার্থন্বেষী মহল মাইকে প্রচারণা চালিয়ে মাছ উত্তোলন করায় মৎস্যজীবীদের ব্যাপক ক্ষতি করেছেন। সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান প্রশাসনের কাছে।
উপজেলা মৎস্য কর্মকতা ফারজানা আক্তার বলেন, বিলটি সরকারি জলমহল। ৬বছর মেয়াদে ধুমেরকুটি টেপড়ী কুড়াপার মৎস্যজীবী সমবায় সমিত লিমিটেডকে ইজারা দেওয়া হয়েছে। বিলটি ইজারা পেয়েছেন যারা তাঁরা ব্যাতিত অন্য কোন ব্যক্তির মাছ ধরার সুযোগ নাই। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনআনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।