কাউনিয়ায় যুবদল ও স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসাবে রংপুরের কাউনিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেকদল।
বুধবার (১৪ই আগষ্ট)বিকালে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেকদলের ব্যানারে কাউনিয়া বাসস্টান্ড মোড় বিএনপির দলীয় কার্যালয় (পুরাতন) থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টান্ডে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু, সাবেক সাধারন সম্পাদক শফিকুল আলম সফি, যুগ্ন আহব্বায়ক আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, সদস্য মতিয়ার রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর, যুগ্ন আহব্বায়ক মোশারফ হোসেন, সফিউল আলম মুক্তি, মিজানুর রহমান ওয়াকিল, রকসি, মনুসরকার, যুবনেতা রাশেদুল ইসলাম, নজরুল ইসলাম সজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাবলু সরকার বাবু, সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েল, সিনিযর যুগ্ন আহব্বায়ক মোসাব্বের, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, যুগ্ন আহবায়ক মাছুম প্রমুখ।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত ৩দিনের কর্মসূচী সফল করার লক্ষ্যে সর্বশ্রেণীর নেতাকর্মীদের আহবান করেন, সেই সাথে স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান নেতা কর্মীরা।