স্টাফ রির্পোটার :
লালমনিরহাট যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ যুবলীগ কাউনিয়া শাখা।
আজ(৩১অক্টোবর)মঙ্গলবার দুপুরে বাংলাদেশ যুবলীগ কাউনিয়া শাখা’র উদ্যোগে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া বাসস্টানে প্রতিবাদ সভা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্নআহবায়ক জামিল হোসেন, সাদ্দাম হোসেন, জীবন সিং, যুবলীগ নেতা মোশারফ হোসেন, সেলিম হুসাইন, জাকির, মোফাজ্জল, রাঙ্গা, আলম, সিদ্দিক, নুরন্নবী, জুয়েল, আরমান, হারুন, ্উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরমান হোসেন, জনি, শামীম, সুবাশ, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, মোত্তালেফ, নাঈম, শহিদুল, আরিফ, আনোয়ার, মিজান, ইয়াকুব, জসিম, শংকর, এনামুলসহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী বৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, বিএনপি জামায়াত জোটের সন্ত্রাসী বাহিনী কর্তৃক লালমনিরহাট যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে খুনিদের শাস্তির দাবী জানান বক্তরা। কোন অপশক্তি কাউনিয়া উপজেলাকে অশান্ত করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারী দিয়ে বক্তারা বলেন বাংলাদেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।