শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
রংপুরের কাউনিয়ায় শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৪অক্টোবর)বৃহস্পতিবার বিকালে কাউনিয়া ফুটবল একাডেমীর আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরুস্কার বিতারণ করা হয়েছে।

খেলা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান কাউনিয়া ফুটবল একাডেমীর সভাপতি আশরাফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক হুমায়ন কবির তাঁরা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিদুল হক, প্রধান পৃষ্ঠপোষক ও সফি বাজাজ এর স্বত্তাধিকারী মো: সফিকুল আলম সফি, থানা অফিসার ইনচার্জ এস এম শরিফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম(রাজু), সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কাউনিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তারিকুল ইসলাম, সহকারি অধ্যাপক আশেক সিদ্দিক পরাগসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খেলায় অন্নদানগর বাছাই একাদশ পীরগাছাকে হারিয়ে রোবট রোস্তম রংপুর চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।