কাউনিয়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জাকির হোসেন, কাউনিয়া প্রতিনিধি :
বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৮জানুয়ারী)শনিবার সকালে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড(কাল্ব)এর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হলরুমে ১৪তম বার্ষিক সাধারণ সভা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কাল্ব লিমিটেড এর জেলা ব্যবস্থাপক উজ্জল কুমার মিত্র। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকতা জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, উপজেলা কাল্ব লিমিটেড এর ব্যবস্থাপক দেবাশীর্ষ গুহ রায়, মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(মাকু)প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ক্লাষ্টটার পরিষদ রংপুর আলিমুল রেজা খান জুয়েল, পীরগাছা ক্লাষ্টটার পরিষদ চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ট্রেজারার মোছা. মাহামুদা নাহার, মো. ফাকের সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় সদস্যদের মতামত গ্রহন করা হয়। মতামত শেষে ভালো সদস্যদের লটারির মাধ্যমে নির্বাচিত করে তাদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।