কাউনিয়ায় থানা রোড সংস্কার ও প্রশস্ত হওয়ায় খুশি সর্বস্তরের মানুষ
স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলার সদর বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার থেকে টেপা—মধুপুর ইউনিয়নের শুন্য পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার ও প্রসস্থ না হওয়ায় খানা— খন্দে ভরপুরে একটু বৃষ্টি হলে হাটু পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে সড়কটির এমন অবস্থায় কয়েকটি ইউনিয়নের প্রায় লাখো মানুষের থানা, স্কুল কলেজ হাট—বাজার, হাসপাতালে গুরুতর অসুস্থ রোগি নিয়ে যাওয়াসহ কৃষকের উৎপাদিত পণ্য আনা নেয়া চলাচলে চরম দুর্ভোগ দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি সংস্কার ও প্রশস্ত হওয়ায় খুশি কয়েকটি ইউনিয়নের চলাকারী সর্বস্তরের মানুষ।
এলাকাবাসী জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানা— খন্দে ভরপুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কটির সংস্কার ও প্রসস্থ কাজ সম্পন্ন হওয়ায় জনসাধারণের চলাচলে স্বস্তি এসেছে। সড়ক সংস্কার ও প্রসস্থ করণ কাজে সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
উপজেলা উপ—সহকারী প্রকৌশলী জাকিরুল ইসলাম বলেন, উপজেলার সদর বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার থেকে টেপা—মধুপুর ইউনিয়ন জিসি চেইনের শুন্য পর্যন্ত সড়কটির সার্বক্ষনিক তদারকি করে সড়কের কাজ বাস্তবায়ন করেছে বলে জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান জেমি বলেন, প্রকল্পের মাধ্যমে ২কোটি ২৯লাখ টাকা ব্যয়ে শিডিউল ভিত্তিতে উপজেলা প্রকৌশলী বিভাগের বাস্তবায়নে স্থানীয় এলজিইডি বিভাগ কয়েক মাস আগে এ প্রকল্পের কাজ বাস্তবায়নে দরপত্র আহ্বান করে। দরপত্রের বিধিমতে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে সড়কের কাজ শুরু করে শেষ পর্যায়ে নিয়ে আসে।
উপজেলা সদর বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী বলেন, উপজেলা সদরে তকিপল বাজার থেকে তালতলা পর্যন্ত গুরুত্বপূর্ন সড়কটি দীর্ঘ দিন সংস্কার ও প্রসস্থ না হওয়ায় স্কুল, কলেজ, মাদ্রাসা, থানা, হাট বাজার, হাসপাতালে অসুস্থ রোগি নিয়ে আসা যাওয়াসহ কৃষকের উৎপাদিত পন্য আনা নেয়া চলাচলে চরম দুভোগ পোহাতে হতো। সড়কটি সংস্কার ও প্রসস্থ হওয়ায় জনসাধারনের চলাচলে স্বস্তি এসেছে। এতে মানুষের আর্থসামাজিকভাবে উন্নয়নের সুফল পাবে এ অঞ্চলের মানুষ। মানুষের স্বাভাবিক চলাচল গতিশীল ও শক্তিশালী হলো। এজন্য সড়ক সংস্কার ও প্রসস্থ করণ কাজে সংশ্লিষ্ঠদেরকে কৃতজ্ঞতা জানান।