নিজস্ব প্রতিবেদক ঃ
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ আওয়ামীলীগকে গতিশীল করার লক্ষ্যে সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ডিসেম্বর)সন্ধ্যায় সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভা সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ হান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য তুহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম জাহাঙ্গীর হাসান, মো. জমশের আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমীন আনছারী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামিল হোসাইনসহ জেলা, উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
সভায় "বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তারা বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে সব ক্ষেত্রে দেশ এগিয়ে চলছে। তাই দেশের স্বার্থে জনসাধারণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জনসাধারণের বিপুল ভোটে আওয়ামীলীগ জয় করবে সে লক্ষে নেতাকর্মীদের কাজ করার উদাত্ত আহবান জানান বক্তরা।