মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়ায় সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আলেফ নুর, স্টাফ রিপোর্টারঃ
রংপুরে কাউনিয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা ৯ম বছর পেরিয়ে ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে র‍্যালি, কেক কেটে জন্মদিন পালন, আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শনিবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়।


সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার, প্রেস ক্লাব কাউনিয়ার সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ,বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া , বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম, যুবলীগ জেলা শাখার সদস্য ফিরোজ সরকার,উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ইউসুফ আলী রাঙ্গা, উপজেলা কৃষক লীগ সভাপতি মোঃ বেলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সাবেক ইউপি সদস্য মন্তাজ আলী,আওয়ামীলীগ ওলামালীগ উপজেলা সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রত্যাশার আলোর বিজ্ঞাপন ম্যানেজার সাংবাদিক জহির রায়হান, ফটো সাংবাদিক রনজিৎ দাস,সাংবাদিক নিতাই রায়, জাহিদুল ইসলাম জসিম,সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, জুলহাস হোসেন সোহাগ, আসলাম খান, আতিকুল ইসলাম শাহনাজ পারভীন সাথী প্রমূখ।

পরে মসজিদের মুয়াজ্জিনদের মাঝে বস্ত্র বিতরণ ও পত্রিকার উন্নতি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সুধী,গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।