বুধ. এপ্রিল 24th, 2024

কাউনিয়ায় ১.৫ কিঃমিঃ পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝঁকিপূর্ন জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি(প্রভাতী)প্রকল্পের আওতায় ১কোটি ৩২লাখ ৭৭হাজার টাকা ব্যয়ে সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ(১৬ফেব্রুয়ারি)মঙ্গলবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের জুম্মাপাড় হইতে কুর্শা গ্রামীণ ব্যাংক মীরবাগ পর্যন্ত সড়ক ১.৫ কিলোমিটার সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি, উপ-সহকারী প্রকৌশলী ফাইজুল ইসলাম রাজু, ইউপি সদস্য তোবারক হোসেন, ব্যবসায়ী ও ঠিকাদার মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা গেছে, অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝঁকিপূর্ন জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি(প্রভাতী)প্রকল্পের আওতায় ১কোটি ৩২লাখ ৭৭হাজার টাকা ব্যয়ে ১.৫ কিলোমিটার পাকা সড়ক উপজেলার কুর্শা ইউনিয়নের জুম্মাপাড় মীরবাগ হইতে কুর্শা গ্রামীণ ব্যাংক পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। এ সড়ক পাকা করণের কাজ শীঘ্রই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।