বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় ৯ কেজি গাজা ও ১৮ বোতল ফেন্সিডিল সহমাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া প্রতিনিধি : জাকির হোসেন

বৃহস্পতিবার (৩ মার্চ )আজ সকাল ৯-৫৫ মিনিটে কুড়িগ্ৰাম মহাসড়কে ৯ কেজি গাজা ও ১৮ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়,জানা গেছে তার নাম মোঃ রিপন মিয়া (৩২) , পিতা মৃত ইয়াসিন আলী,গ্ৰাম তেমনির পাড়,পূর্ব রামখানা ৫ নং ওয়ার্ড নাগেশ্বরী কুডিগ্ৰাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই বুলবুল এস আই রাসেল এ এস আই মাসুদ ১ সহ কাউনিয়া থানা পুলিশ আটক করে