কাউনিয়ার প্রবীণ পত্রিকা বিক্রেতা মোফাজ্জল হোসেনের ইন্তেকাল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাসিন্দা প্রবীণ পত্রিকা বিক্রেতা মোফাজ্জল হোসেন (৮৫) বার্ধ্যক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…… রাজেউন)।
তিনি তার পুত্র লালমনিরহাটের স্থানীয় ও জাতীয় পত্রিকার এজেন্ট আব্দুল হাকিমের মোগলহাটের বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী,৩ কন্যা ৭ পুত্র, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
তার নামাজে জানাজা বাদ আসর পারিবারিক কবরস্থান এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজায় শরিক হন মরহুমের আত্মীয়-স্বজন, সাংবাদিকসহ এলাকার সকল স্বরের মানুষ অংশ গ্রহন করে।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে তিনি আগত জনতার প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন আমার পিতার জীবদ্দশায় যদি কোন ভুল করে থাকেন অথবা কারো মনে কোন কষ্ট দিয়ে থাকেন তার জন্য পিতার পক্ষ থেকে ক্ষমা চান এবং সবাইকে ক্ষমা করে দেওয়ার আহবান জানান।
তার মৃত্যুতে সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ রূহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।