মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর । বুধবার (২৭সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন শুরুতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানকৃত প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, সহকারি কমিশনার(ভুমি)মনোনীতা দাস, উপজেলা সদর বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী অন্যান্য অতিথিবৃন্দ।

পরিদর্শনে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা ও মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।