কাউনিয়া উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় গত ০৮ মে বুধবার সুষ্ঠু ভাবে উৎসব মূখর পরিবেশে ১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল ইসলাম মায়া মটর সাইকেল প্রতীক নিয়ে ৬০ হাজার ৭শ ৮৩ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ মনজুদার রহমান মিলন ৫৪ হাজার ৯শ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রওশনারা বেগম হাঁস প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩শ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে বে-সরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ জিয়াউর রহমান।
প্রসঙ্গত, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন ৩জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পুরুষ পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন ৬ জন প্রার্থী। মহিলা ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন ৪ জন প্রার্থী।
সরেজমিনে ঘুরে দেখা যায় হারাগাছ পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৯৩টি কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে কাউনিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।