কাউনিয়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবেদ আলী মন্ডল স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :
রংপুরের কাউনিয়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবেদ আলী মন্ডল স্মরণে শোক সভা ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত(২৪ জুন)শনিবার উপজেলা সাংবাদিক সমাজের ব্যানারে বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপজেলা পরিষদ চত্বরে শোক সভায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আনছারী আজাদ, সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক আঃ কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নিতাই রায়, রিপোটার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, সাংবাদিক জহির রায়হান, শরিফুল ইসলাম, জসিম সরকার, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, আলমগীর, মোশাররফ হোসেন, উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদ এর খতিব আব্দুল লতিফ।
কাউনিয়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবেদ আলী মন্ডল গত বুধবার(২১জুন)সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।