শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ক্রীড়াই শক্তি শ্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১১ মার্চ)সোমবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরুস্কার বিতারণ করা হয়েছে।

খেলা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোবাশ্বারুল ইসলাম রাজু, উপজেলা কৃষকলীগের সদস্য মনজুদার রহমান মিলন, উপজেলা সদর বালাপাড়া ইউপি সচিব আকরাম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খেলায় কুর্শা ইউনিয়ন পরিষদকে হারিয়ে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। এ টুর্নামেন্টে উপজেলার ৬ ইউনিয়ন, ১টি পৌরসভা ও উপজেলা পরিষদ দল মিলে ৮টি দল অংশ নেয়।