কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীর মানববন্ধন
কাউনিয়া রংপুর প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ এর স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গত শনিবার( ৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: মেহেদী হাসান, জুনিয়র কনসালটেন্ট(সার্জারী)ডাঃ খন্দকার মমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট(শিশু) ডাঃ মোঃ ফখরুল আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রতন কুমার ভট্টাচায্য, প্রধান সহকারী শফিকুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ, যোগদানের পর হইতে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, কর্মকর্তাদের থেকে চাঁদা উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর মহোদয়- তদন্ত কমিটি গঠন করলেও আজো, উর্দ্ধতন কর্তৃপক্ষ দৃশ্যমান পদক্ষেপ গ্রহন না করে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর মহোদয় ২৯ আগষ্ট কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হইতে সিভিল সার্জন অফিস, রংপুর-এ সাময়িক ভাবে দায়িত্ব পালনের জন্য ন্যাস্ত করেন, ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ১২ দিন বন্ধ থাকার পর ১১-০৯-২০২৪ ইং তারিখে আবাসিক মেডিকেল অফিসারকে নিজ দায়িত্ব পালনসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার শুধু রুটিন দায়িত্ব পালন করার আদেশ জারি করেন, কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ-এর নিকট আর্থিক ক্ষমতা এবং আইবিএস এস এর পাসওয়ার্ড থাকায় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতাসহ হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা ও ময়লা কাপড় ধৈৗতকরণ মালামালের সরবরাহের ঠিকাদারী বিল পরিশোধ না করায় মালামাল সরবরাহ বন্ধের উপক্রম হইয়াছে, তাই তারা তার দ্রত তার স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি জানান।