মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়া কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

তুমি যা কিছু শিখেছো তা অন্যের মাঝে বিলিয়ে দাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার(২৪জুন)সকালে কাউনিয়া কলেজের আয়োজনে কলেজ হলরুমে কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল কলেজের অধ্যক্ষ ফারুক আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ জোনায়েত আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, আব্দুল জলিল, বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আশেক সিদ্দিক পরাগ, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফখরুল ইসলাম রায়হান, প্রভাষক আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামিল হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ হাসান, পরীক্ষার্থী মাহমুদুল হাসান নুর, তারেক হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন ছাত্র-ছাত্রীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহবান জানান। পরে বিদায়ী ছাত্র/ ছাত্রীদের সফলতা কামনা করে দোয়া করা হয়। শেষে পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য আগামী ৩০জুন অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কাউনিয়া কলেজের ৩টি বিভাগে মোট ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নিবেন।