কাউনিয়া কলেজে উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস
স্টাফ রিপোটার :
“শিক্ষকের কন্ঠসর” শিক্ষায় নতুন সামাজিক অঈীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত(৫অক্টোবর)শনিবার সকালে কাউনিয়া কলেজের আয়োজনে কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে কলেজ হলরুমে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ ফারুক আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সফিকুল আলম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনাদে আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মোঃ ফকরুল ইসলাম রায়হান, প্রভাষক আবু মোঃ আহসান সিদ্দিক পল্লবসহ শিক্ষক, শিক্ষিকা, অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শিক্ষকই মানুষকে শিক্ষিত ও দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাতি গঠনে গুরু দায়িত্ব পালন করে। সে কারণেই আমাদের সমাজে পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান। সন্তানের উন্নত জীবনের আলোয় আলোকিত করেন শিক্ষক। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব নিবে। তাই আজকে এ শিক্ষক দিবসে ‘শিক্ষকদের মান, মর্যাদা, এবং কাজের স্বীকৃতির জন্যই শিক্ষক দিবস পালনের মূল উদ্দেশ্য।
শিক্ষকদের নিয়োগ, বেতন-ভাতা এবং কর্মপরিবেশ সম্পর্কে ইউনেস্কোর একটি সুপারিশ রয়েছে। তবে দুঃখজনকভাবে, আমাদের দেশে শিক্ষকদের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। বিদেশে শিক্ষকদের জন্য আলাদা বেতন-ভাতা নির্ধারণ করা হয়, কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই। তাই বৈষম্য মূলক শিক্ষা ব্যবস্থা বাতিল করে শিক্ষকদের ১০০%বাড়ী ও উৎসব ভাতা, সবার জন্য শিক্ষা নিশ্চিত, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ কাউনিয়া কলেজকে সরকরি করণের দাবী জানান বক্তারা।