শুক্র. সেপ্টে. 13th, 2024

কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশন মধ্য দিয়ে একাদশ শ্রেণির ক্লাস শুরু

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি,
এসো হে নবীন সবুজ চত্বরে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।

গত(৮আগস্ট)বৃহস্পতিবার সকালে কাউনিয়া কলেজের আয়োজনে কলেজ হলরুমে ওরিয়েন্টেশন ক্লাস উদে্¦াধন অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ ফারুক আজম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনাদে আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, কৃষি শিক্ষা বিভাগীয় প্রধান ড.ডেবিড বসুনিয়া, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মোঃ ফকরুল ইসলাম রায়হান, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান হোসনেয়ারা বেগম, প্রভাষক আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব, প্রভাষক মোসাব্বের হোসেন, অভিভাবক আকরাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আলেফনুর হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক হেমায়েতুল ইসলাম প্রত্যাশা, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষিকা,ছাত্র—ছাত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজ ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে ছাত্র—ছাত্রীদেরকে সু—শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছে তাদের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।