কাউনিয়া কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী(সা.) ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার(১৬ সেপ্টেম্বর) সকালে কাউনিয়া কলেজের আয়োজনে কলেজ হলরুমে হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ফারুক আজম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনায়েত আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আশেক সিদ্দিক পরাগ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, আব্দুল জলিল, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফখরুল ইসলাম রায়হান, কলেজ মসজিদের খতিব সাব্বির আহমেদ, শরীর চর্চার শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় নবীজির জীবনের গুরুত্ব ও ইসলাম প্রচারে তার অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, তিনি রাসুল (সা.) এর সমাজ, বাস্তবতা, পারিবারিক জীবনযাপন পদ্ধতি, সামাজিক সম্পর্ক, রাষ্ট্রীয় কর্মকান্ড, রাসুলের জীবন, শৈশব, বাল্যকাল, সাংসারিক জীবন, নবুয়ত লাভ এবং তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি মুহূর্ত নিয়ে আলোচনা করা হয়।
রাসুল(সা:) এর জীবন আমাদের জন্য এক অনুকরণীয় আদর্শ। রাসুল (সা.) এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সে ভুল সংশোধন করতে হবে। আমাদের উচিত সকল ধরনের অপরাধমূলক কাজ থেকে দূরে থাকতে হবে এবং ধর্ম ও ইসলামী জীবন ব্যবস্থা মেনে চলার চেষ্টা করতে হবে।
পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। পরে দেশ জাতির মঙ্গল কামনায় দুআ করা হয়।